Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সকল জাতীয় ও স্হানীয়  নিবাচন , ভোটার হওয়া সংক্রান্ত বিশেষ পরামশ দেওয়া হয়।

১। জেলা নির্বাচন অফিসার, রাঙ্গামাটি এর তফসীল মোতাবেক ছবি সহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃত তথ্যসংগ্রহারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ভোটর নিবন্ধন ২নং ফরম পুরণ করে ভোটার স্লিপ বিতরণ করেন। নিবন্ধনের তারিখে ভোটারগণ নিবন্ধিত হন।  উক্ত ডাটা বেইস জেলা নির্বাচন অফিস, রাঙ্গামাটি ও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
২। মৃত্য জনিত কারণে ভোটারদের সংশ্লিষ্ট ভোটার এলাকা হতে তাঁদের নাম কর্তণ করা।
৩। ভোটারদের স্থানান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা ।